পৌরবাসীর কাছে ক্ষমা চেয়ে টাঙ্গাইলে বিএনপি'র মেয়র প্রার্থীর প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ এএম, ৪ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৩৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগে নিরব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনারের সামনে, পুরাতন বাসট্যান্ড, নতুন বাসটার্মিনাল, বটতলা ও প্রেসক্লাবের সামনে ভোট কারচুপির নিরব প্রতিবাদ জানায় তারা। এসময় "ভোটকেন্দ্র রক্ষা করতে পারি নাই, মাফ চাই ক্ষমা চাই কেন্দ্র রক্ষা করতে পারি নাই" প্ল্যাগার্ড বহন করা হয়।
এসময় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক শানু।
মাহমুদুল হক শানু বলেন, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি, ভোট প্রদানে বাধা ও কারচুপির কারণে নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। টাঙ্গাইল পৌরসভা নির্বাচন ছিল একটি স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। কিন্তু আওয়ামী লীগ প্রতিটি কেন্দ্রে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা এ নির্বাচন মানি না। টাঙ্গাইল বাসি পৌর নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ চায়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান টিটন, জাহিদ হাসান মালা, তানবীর সজল, মনিরুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার টাঙ্গাইল পৌরসভার নির্বাচন হয়। এতে ৫৬ হাজার ৯৬৭ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম সিরাজুল হক মেয়র নির্বাচিত হন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক পেয়েছেন ১৯ হাজার ৬৬০ ভোট।