কমলগঞ্জে সীমন্তে ৬টি বন্দুকসহ চার ভারতীয় নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৩ পিএম, ৪ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:০৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের সীমান্তের ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের সংরক্ষিত রাঙ্গা নামক এলাকায় একটি ঘর থেকে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে ৬টি একনালা বন্ধুকসহ ৪ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক করা হয়। এ সময় ২জন পালিয়ে যায়।
আটককৃত ৪ জন হলেন নিরঞ্জনিয়া রিং(২৭), সামরাইল রিয়ং(২১), সমিরষ রিয়ং(৩০) ও মতেন্দ্র রিয়ং(২১)। তাদের বাড়ি ত্রিপুরা রাজ্যের ফটিকছড়ি এলাকায়। ৪ জনকে আটক করার পর পুলিশ কে খবর দিলে পুলিশ ৪জনকে স্থানীয় কুরমা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে।
স্থানীয় চেয়ারম্যান সুলেমান মিয়া জানান, ভারতীয় একটি দল দীর্ঘ দিন ধরে বাংলাদেশের বনে প্রবেশ করে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী শিকার করে বাঘাছড়া চা বাগানের সংরক্ষিত এলাকার সঞ্জু তবাং এর ঘরে আসা যাওয়া করতো।
বৃহস্পতিবার দুপুরে ওই ঘরে অনুপ্রবেশকারীরা অবস্থান করছেন এমন খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় সঞ্জুর ঘর ঘেরাও করা হয়। এ সময় দুইজন পালিয়ে গেলেও ৪জনকে ৬টি একনলাবন্ধুক সহ আটক করা হয়। ঘর থেকে বানরের পুরা মুখ উদ্ধার করা হয়। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ওসি সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অপর দিকে কুরমা বিওবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে যান। পুলিশ আটক ৪জনকে বিজিবির কাছে হস্তান্তর করেন।
কুরমা বিওবি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম খান জানান, ৪জন ব্যক্তি অস্ত্রসহ আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাতে তাদেরকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য শুকর ও বিভিন্ন প্রাণি মারার জন্য তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।