অতিবৃষ্টিতে সাজেকের সড়কে পাহাড় ধ্বস, আটকে আছে হাজারো পর্যটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫০ পিএম, ৫ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৩৯ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ভারী বর্ষণের ফলে রাঙামাটির সাজেকে সড়কের উপর পাহাড় ধ্বস হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক শতাধিক গাড়িসহ হাজারো পর্যটক আটকে পড়েছে।
গতকাল মঙ্গলবার (০৪ অক্টোবর) দিবাগত রাতে এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতে যে বা ভোরে যে কোন সময় সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড় ধসে পড়ে। যার কারণে বুধবার সকাল থেকে সাজেকে যানচলাচল বন্ধ রয়েছে। এতে করে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্নরূপে বন্ধ হয়ে গেলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উক্ত এলাকায় কোনো বসতি ছিলোনা বলেও জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে বাঘাইহাট সেনা জোনের সেনাবাহিনীর সদস্যরা ধ্বসে পড়া পাহাড়ি মাটি সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন। বিকেল নাগাদ এই সড়কটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দূর্ঘটনার ফলে সাজেকে অবস্থান করা পর্যটকদের পাশাপাশি পর্যটকবাহি ও পণ্যবাহি যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগ সৃষ্টি হয়েছে।