বরিশালে বাসচাপায় ২ ভ্যানযাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ২৮ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০২:২৮ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় বাসচাপায় ২ ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
আজ রবিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস ইঞ্জিনচালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
নিহতরা হলেন ভ্যানের যাত্রী ফজলুল হক (৬৩) ও সুমি বেগম (৪০)। এ ছাড়াও, নিহত সুমি বেগমের ৪ বছর বয়সী ছেলে তাওহীদ ও ভ্যানচালক জয়নাল গুরুতর আহত হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি রহমতপুরের নিককাঠি এলাকায়।
ঘটনার পর স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরের এলাকা অবরোধ করে রাখে। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে রহমতপুর ব্রিজের ঢালে পৌছলে সড়ক পার হতে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়।
ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এসআই আমান উল্লাহ আল বারী বলেন, ‘বাসটি আটক করা হলেও চালক ও হেলপাররা পালিয়েছে। মহাসড়ক অবরোধকারীদের দুপুর দেড়টার দিকে সরিয়ে দেওয়া হয়েছে।’