কাপাসিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালক নিহত, আহত-৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ পিএম, ১৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৪৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের ধলাগড় সেতুর কাছে গতকাল ১৭ আগস্ট বুধবার বিকেলে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ সময় দুই প্রাইভেটকার আরোহী ও এক বাসযাত্রী আহত হয়েছেন।
জানা যায়, গতকাল বুধবার বিকেলে রাজধানী ঢাকাগামী একটি প্রাইভেটকার (নং ঢাকা মেট্রো-গ-৩২-০৪৪৬) এবং কিশোরগঞ্জগামী জলসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাসের (নং ঢাকা মেট্রো-১১-৩৯২৬) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আলতাফ হোসেনসহ (৪০) অপর দুই আরোহী এবং এক বাসযাত্রী মারাত্মক ভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মুমূর্ষু অবস্থায় আলতাফ হোসেনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে পথিমধ্যে তার মৃত্যু হয়। তিনি কিশোরগঞ্জ জেলার চরপাকুন্দিয়া এলাকার বাসিন্দা।
আহতরা হলেন, প্রাইভেটকার আরোহী একই এলাকার মোঃ হযরত আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৫০) এবং তার ছেলে আজিজুল হক (২৮)। অপর আহত বাসযাত্রী হলেন কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মোঃ শিব্বির আহমদ (৩০)।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সজল চন্দ্র দাস জানান, প্রাইভেটকার চালকের দেহ থেতলে গিয়ে ভিতরে রক্তক্ষরণের কারণে মুমূর্ষু অবস্থায় তাকে গাজীপুর রেফার করা হয়েছিল। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হলে লাশ হাসপাতালে নিয়ে আসা হয় এবং পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।