ভালুকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্নের দোকানে ডাকাতি, মালিক গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৩ পিএম, ২১ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:২৭ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহের ভালুকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্নের দোকান লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার রাত ৯টায় ভালুকা-গফরগাঁও সড়কের বাসস্ট্যান্ড এলাকায় প্রদীপ জুয়েলার্সে এই ঘটনাটি ঘটেছে।
এতে দোকানের মালিক গুরতর আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত দোকান মালিক অধীর কর্মকারের জানান, আমার ভাই ও আমার মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রায় ৫০ ভরি সোনা লুট করে নিয়ে গেছে ৪/৫ জনের একটি ডাকাতদল। এসময় হাতাহাতির সময় আমার পায়ে গুলি করে ও মাথায় আঘাত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তিনটি বিকট শব্দ হয়। ভয়ে আশপাশের লোকজন দূরে সরে যায়। এ সময় দোকানে ডাকাতির ঘটনা ঘটে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আহমারউজ্জাম।
ওসি জানান,ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।