

মগবাজারে বিস্ফোরণ, প্রকৌশলীসহ আহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ পিএম, ২৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:৫৫ পিএম, ৮ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩

রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- প্রকৌশলী সাইফুল ইসলাম (৩৬), ডিপিডিসির শ্রমিক মো. তারেক (২০), মো. শাহিন (৩০) ও আবুল কালাম (২৫)।
আহত সাইফুল ইসলাম জানান, তার বাসা বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্ব রয়েছেন তিনি। অফিসের উদ্দেশে সকালে বাসে করে বাসা থেকে মগবাজার ওয়্যারলেস গেটে যান। সেখানে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি বিকট বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে রমনা থানার ওসি আবুল হাসান বলেন, ওয়্যারলেস মোড়ের একটি ফার্মেসির সামনে প্লাস্টিকের ড্রাম থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি কী কারণে হয়েছে সেটার আলামত সংগ্রহ ও কারণ অনুসন্ধানে চেষ্টা চলছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে ৪ জনের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি কীভাবে হয়েছে তা থানা পুলিশ তদন্ত করছে।