খাগড়াছড়িতে আঞ্চলিক গ্রুপের বন্দুকযুদ্ধ, নিহত- ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৬ পিএম, ১৮ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১০:৪২ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং কুমার পাড়া, হেডম্যান পাড়ায় আঞ্চলিক দুই দল ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক দু'গ্রুপের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও একজন পালিয়েছেন।
আজ সোমবার (১৮ জুলাই) ভোর ৫টায় বন্দুকযুদ্ধ হয়।
নিহতের নাম অদুত ত্রিপুরা ও উত্তম ত্রিপুরা (২৪) দুনামে পরিচিত। আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর ২৩ বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল এবিএম জাহেদুল করিমের নেতৃত্বে ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১টি একে ২২ রাইফেল, ১টি দেশীয় অস্ত্র, ৩১ রাউন্ড খোসা, চাঁদা আদায়ের রসিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ থানায় নিয়ে আসা হচ্ছে।