রূপগঞ্জে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর : ৬ জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৮ পিএম, ১ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৪৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুর, নারীসহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, মরিয়ম (৫২), শাহনাজ আক্তার (২০), রেজুয়ানা (১১), ওমর ফারুক (১৭), ইসলাম (১৬), খালেদা (২৭)। এ ঘটনায় ইয়াছিন মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ইয়াছিন মিয়া জানান, তার বাবা বাড়ির পাশে ৭ শতক জমি কিনে সীমানা প্রাচীর নির্মাণ করেন। পরে জমিতে টিনসেট ঘর নির্মাণ করেন। কিন্তু বেআইনি ভাবে জমি দখলের উদ্দেশ্যে পাশের এলাকার এবাদুর রহমানের ছেলে এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আওলাদ হোসেন আলো তার ভাড়াটে সন্ত্রাসী শামীম, রফিক, আব্দুল লতিফ, আজিজুল, রিপন, নাঈম, শাওন সহ অজ্ঞাত ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে বাড়িঘরে হামলা ও ব্যাপক ভাংচুর করে।
এতে বাধা দিতে গিয়ে ফুফু মরিয়ম, ছোট বোন শাহনাজ আক্তার, চাচাতো বোন রেজুয়ানা, চাচাতো ভাই ওমর ফারুক, ভাগিনা ইসমাইল, ফুফাত বোন খালেদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাদের চিৎকারে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।