শাজাহানপুরে নিখোঁজের ২ দিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:১৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের দুই দিন পর শফিকুল ইসলাম নামের এক নাপিতের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার শাকপালা মুন্সিপাড়া গ্রামের বাঁশবাগানের মধ্যে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। নিহত শফিকুল (৩৫) শাকপালা গোয়ালগাড়ী গ্রামের মৃত বাচ্চু সরকারের পুত্র। তার শাকপালা বন্দরে একটি সেলুন ছিল।
পুলিশ হেফাজতে নেওয়া দুই জন ওই এলাকার মাসুদ(১৯) ও সুমন(৩০)। আটক সুমন নিহত শফিকুলের শ্যালক।
পুলিশ জানায়, শফিকুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, গত সোমবার রাত থেকেই নিখোঁজ হন তার স্বামী। ওই রাতে তিনি বাড়ি ফিরে আসেননি। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। বুধবার প্রতিবেশীদের মাধ্যমে লাশ উদ্ধারের খবর পায়। তার আপন ভাই সুমনের সাথে তার স্বামীর (শফিকুল) বিরোধ ছিল। সুমন মাদকসেবী। তার স্বামীও মাঝে মধ্যে গাঁজা সেবন করতেন। নেশার প্রলোভন দিয়ে বাঁশবাগানে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এরপর ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয় মৃতদেহ। ওই বাগানে সব মাদকসেবীরা আড্ডা দেয় ।
স্থানীয়রা জানান, বাঁশবাগানে সন্ধার পর থেকেই মাদক সেবন করে আড্ডা দেয় মাদকাসক্তরা। শফিকুল সেলুন থেকে এসে মাঝে মধ্যে রাতে ওখানে গাঁজা সেবন করতেন। তার সাথে যারা মাদক সেবন করেন তারাই তাকে হত্যা করেছে বলে তাদের ধারণা। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে কয়েকজনকে নেওয়া হয়েছে।