মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ১০ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১২ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
একসঙ্গে তিন বন্ধু গিয়েছিলেন বাগেরহাটের মোংলার চাঁদপাই এলাকার মেছেরশাহের মাজারের মেলায়। সেখানে ঘোরাঘুরি শেষে তিনজন একসঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়।
গতকাল বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মৌখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন মোংলা পৌর শহরের ফার্নিচার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. বায়েজিদ (২২), একই এলাকার আবদুল কুদ্দুসের ছেলে মো. জাকারিয়া (২২) ও মোড়েলগঞ্জ উপজেলার মো. আসাদের ছেলে মো. সাকিব (২৩)। এর মধ্যে বায়েজিদ মোংলা ডিগ্রি কলেজের ছাত্র ও জাকারিয়া বাবার দোকান দেখাশোনা করেন। এ ছাড়া সাকিবের বিস্তারিত জানা যায়নি। তবে নিহত তিনজন একসঙ্গে কলেজে পড়তেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই তিন বন্ধু মেলা থেকে একটি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। মোটরসাইকেলটি মৌখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। মোটরসাইকেলসহ তিন বন্ধু সড়কের পাশের একটি মাছের ঘেরে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের গুরুতর আহত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন। তৎক্ষণাৎ তাঁদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, নিহত তিনজনের মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়েছিল। পথচারীরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।