দোহারে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলো স্বামী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ পিএম, ১০ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৪২ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নির্যাতনের পর স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে স্বামী। ঘটনাটি ঘটেছে ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায়। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম নূপুর সুলতানা (৪০)। সে পেশায় স্কুল শিক্ষিকা।
এ ঘটনায় বুধবার সকালে নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী বাহারুল ইসলাম হিরু (৪৩) কে আসামি করে দোহার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ঐদিন রাতেই বাহারুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লটাখোলা এলাকার মৃত গুঞ্জর আলীর ছেলে বাহারুল ইসলাম হিরুর সঙ্গে নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ চৌকিঘাটা এলাকার জালাল উদ্দিনের মেয়ে নূপুর সুলতানার সাথে ২০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করে নূপুরকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। এছাড়া তাদের একমাত্র ছেলের পড়াশোনার খরচ বহন করতেন না। এরই মধ্যে বিভিন্ন অজুহাতে তার বাবার কাছ থেকে ২লাখ ও তার ভাই মুশফিকের কাছ থেকে ধার হিসেবে ১০ লাখ টাকা নেয়। এসব টাকা ফেরৎ না দিয়ে আবারও নূপুরকে টাকার জন্য চাপ প্রয়োগ করে ৬লাখ টাকা নেয় তার স্বামী।
এরই মধ্যে গত ৪ ফেব্রুয়ারি দুপুরে নূপুরের বাবা ও ভাইয়ের দেয়া টাকা ফেরৎ চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে বাধা দিলে বাহারুল আরও ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাঠের বাটাম দিয়ে এলোপাথাড়ি আঘাত করে ঘর থেকে কাঁচি এনে মাথার চুল কেটে ন্যাড়া করে গলা চেপে ধরে। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে।
এবিষয়ে দোহার থানা ওসি তদন্ত এসএম কামরুজ্জামান জানান, এই ঘটনায় ভূক্তভোগী নূপুর সুলতানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে আমরা ঐদিন রাতেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তার স্বামী বাহারুল ইসলাম হিরুকে গ্রেফতার করে পরদিন সকালে আদালতে প্রেরণ করি।