শাজাহানপুরে শিয়াল আতঙ্কে ফুলকোর্ট গ্রাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৫ এএম, ১০ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫২ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নের ফুলকোর্ট গ্রামে হিংস্র জন্তু শিয়ালের আক্রমনে চার-পাঁচ দিনে প্রায় ৩০ জন আহত হয়েছে। এর ফলে শিয়াল আতঙ্কে রয়েছে ওই গ্রামের বাসিন্দারা। শিয়ালের আক্রমন থেকে বাঁচতে গ্রামবাসীরা লাঠি হাতে রাত জেগে পাহারা দিচ্ছেন।
গ্রামবাসীরা জানান, রাত নামলেই গ্রামের পার্শ্বে ঝোপঝাড় ও জঙ্গল থেকে দল বেঁধে শিয়াল বের হয়ে মানুষকে আক্রমন করছে। আত্মরক্ষার জন্য মানুষও লাঠি সোঁটা দিয়ে শিয়াল পিটিয়ে মারছে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন বলেন, গত সোমবার রাতে ফুলকোর্ট গ্রামের চায়ের স্টলে বসে ছিলেন গ্রামের পাঁচ-ছয়জন। পাশের জঙ্গল থেকে দল বেঁধে আসা শিয়াল হঠাৎ তাঁদের ওপর আক্রমন করে। শিয়ালের কামড়ে সাইদুর রহমান, জিয়াউর রহমান ও আব্দুর রহমান নামের তিনজন আহত হয়। তার একদিন পূর্বে ভোরে ফুলকোর্ট দক্ষিণপাড়া গ্রামের মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় চারজন শিয়ালের আক্রমনের শিকার হন। আহতরা উপজেলা স্বাস্থ্য হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এভাবে গত চার-পাঁচদিনে প্রায় ৩০ জন মানুষ শিয়ালের হামলায় আহত হয়েছেন। মানুষ চার-পাঁচটি শিয়াল পিটিয়ে মেরেছে। আত্মরক্ষার্থে মানুষ দল বেঁধে রাত জেগে নিয়মিত পাহারা দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন কানিছ ফারজানা বলেন, বাসস্থান ও খাদ্য সংকটে দিশেহারা এবং জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে শিয়ালের দল কয়েক দিন ধরে ওই গ্রামে মানুষ দেখলেই আক্রমন করছে বলে প্রাথমিক ভাবে জেনেছেন। তবে শিয়াল মেরে না ফেলার জন্য স্থানীয় লোকজনকে পরামর্শ দেন তিনি।