অবৈধ অনুপ্রবেশে রৌমারী সীমান্তে আটক- ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬ এএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ১০:৩৯ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে দাঁতভাঙ্গা ক্যাম্পের জামালপুর-৩৫ বিজিবি। বিজিবির হাতে আটককৃত ওই নাগরিক ভারতের আসাম প্রদেশের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে পাশান আলী (৪২)।
দাঁতভাঙ্গা ক্যাম্পের সুবেদার ফরহাদ হোসেন বলেন, শনিবার সকাল ৯ টার দিকে জামালপুর-৩৫ বিজিবি দাঁতভাঙ্গা ক্যাম্পের একটি দল টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিক্তিতে দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রীরচর সিমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫২’র বাংলাদেশের ৫০ গজ অভ্যন্তরে তাকে আটক করা হয়।
জামালপুর বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুনতাছির মামুন বলেন, শনিবার সকাল ৯ টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রীরচর এলাকা থেকে বৈধ কোন কাগজপ্রত্র না থাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়। পরে প্রচলিত আইনে মামলা দিয়ে রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক হওয়া ভারতীয় নাগরিক পাশান আলী বলেন, সে দীর্ঘদিন থেকে গরু ব্যবসার সাথে জরিত। শনিবার রাতে নদী দিয়ে সাঁতরিয়ে ভারতীয় ৮টি গরু নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করে ফেরার পথে বিজিবি তাকে আটক করে।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে বিজিবি তাকে আটক করে। পরে ১৯৭৩ সালের পাসর্পোট আইনের ১১(১) ক ধারায় মামলা দিয়ে থানায় জমা দেন। আগামি কাল সকালে ধৃত আসামিকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।