কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫১ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:২০ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি) সকালে পোষ্ট অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজার বড় মসজিদ চত্তরে শেষ হয়।
সমাবেশে বিএনপির কেন্দীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সহসভাপতি জহুরুল আলম, যুব বিষয়ক সম্পাদক নজিবর রহমান লেলিন, যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম, ছাত্রনেতা হাসনাত হিরক প্রমুখ বক্তব্য রাখেন।
অপরদিকে একই দাবীতে কুড়িগ্রাম সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দুপুরে কুড়িগ্রাম বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দাদামোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জামিল আহমেদ, পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ সাংগঠনিক সম্পাদক জাফরুল হক জনি, দফতর সম্পাদক মিজানুর রহমান, জেলা মৎস্যদলের আহবায়ক আব্দুর রহমান, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সদর থানা যুবদল সদস্য সচিব তাইজুল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরমান হোসেন, সদর থানা আহবায়ক মমিন, সদস্য সচিব শামিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সদর থানা ছাত্রদলের আহবায়ক সোহেল আহমেদ সহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন দূর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ পাচার করে এখন সরকার বিদ্যুতের মূল্য বাড়িয়ে মানুষের দূর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে বিদ্যুতের দাম কমানো সহ দশ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান তারা।