নীলফামারীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৮ পিএম, ২৬ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৫৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নীলফামারীর দারোয়ানীতে লেভেল ক্রসিংয়ে একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে।
নিহতরা হলেন- রোমানা আক্তার (৩৫), সায়েরা বেগম (৩৩) ও শেফালী অক্তার (২৮)। এছাড়া আহতরা হলেন- মিনা পারভীন, নাসরিন আক্তার, কুলসুমা, অহিদুল ইসলাম ও রওশন আরা। হতাহতরা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া এলাকার বাসিন্দা।
দারোয়ানী রেল স্টেশন সংলগ্ন মসজিদের ইমাম মাহামুদুল হাসান জানান, সকাল ৭টার দিকে প্রচন্ড কুয়াশার কারণে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক মহিলা শ্রমিক নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে আরো ২ জন নিহত হন বলে জানা গেছে।
গুরুতর অবস্থায় আরো ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থায় আশঙ্কাজনক।