ধামইরহাটে রাসেল ভাইপার আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪১ পিএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৫৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নওগাঁর ধামইরহাটের উমার ইউনিয়নের অন্তর্গত ভারত সীমান্তবর্তী বেলঘরিয়া গ্রামের হাড়িপুকুর নামক স্থানে সরিষার ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে 'রাসেল ভাইপার' সাপটি দেখতে পায় এক যুবক।
জানাগেছে, সোমবার ৩ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টায় বিরল প্রজাতির সাপটি দেখে দুই তিন জনের সাহায্য নিয়ে ঐ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মো. আবু মোতালেব সাপটি ধরে বস্তাবন্দী করে।
পরে ধামইরহাট বন বিভাগের (বিট) কর্মকর্তা আনিসুর রহমানকে জানালে তিনি সাপটি জঙ্গলে ছেড়ে দিতে বলেন।
তিনি আরো জানান, এটি প্রাণীসম্পদ অধিদপ্তরের জানানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত কোন দপ্তরের লোকজন না এলে সাপটি নিয়ে বিপাকে পড়ে স্থানীয় জনতা। রাসেল ভাইপার সাপ ধরার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় জমায়।
গ্রামবাসীরা জানান, এলাকাটি যেহত ভারত সীমান্ত ঘেঁষে তাই ভারত থেকেই মনে হয় এসেছে সাপটি। ঐ গ্রামের যুবক আবু মোতালেব জানান, শারীরিকভাবে দেখতে অজগর সাপের মত শান্ত ও দুর্বল প্রকৃতির। তাই অজগর সাপ মনে করে বিষাক্ত ভাইপার সাপটি আটক করে নেটের মধ্যে আটকে রাখা হয়েছে।
পরে সাপটি রাসেল ভাইপার অজগর নয় জানতে পেরে আটককৃতরাও হতবাক হন।