হত্যাসহ ১৩ মামলার আসামী হানিফ র্যাবের হাতে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৭ পিএম, ১ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০১:১৫ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার ত্রাস ১৩ হত্যা মামলার আসামী বাহিনী প্রধান হানিফ আলী ওরফে আবু হানিফকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ টাকা উদ্ধার করা হয়। সন্ত্রাসী হানিফ হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর ঠকপাড়া গ্রামের রায়হান ওরফে রাহাজের ছেলে।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সুত্রে খবর পেয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার ঝিনাইদহ ট্রাক শ্রমিক সমাজ কল্যান সংস্থার সামনে র্যাব অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে হানিফ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
এ সময় কুখ্যাত খুনি ও সন্ত্রাসী হানিফের কাছ থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, দুইটি মোবাইল, চারটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং নগদ ১৫ হাজার ৩৩৫ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায় আবু হানিফ দীর্ঘদিন ধরে এলাকায় চরমপন্থী সিন্ডিকেটের নেতা হিসেবে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছে। এ ছাড়া সে বিভিন্ন এলাকার চাঁদাবজিসহ ১৩টি হত্যা মামলার আসামী।
গ্রেফতারের পর হানিফ র্যাবজে জানায় সে আগামী ৫ জানুয়ারী হরিণাকুন্ডু ও শেলকুপা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন বানচাল ও তার বাহিনী দ্বারা নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে ঢাকার গাজীপুর থেকে ঝিনাইদহে আসেন।
জানা গেছে, হানিফের একটি হত্যা মামলায় মৃত্যুদন্ড হলে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় তিনি মুক্তি পান।