নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষ, নিহত বেড়ে- ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬ পিএম, ২৭ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০১:৩৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের ১ নম্বর রেলগেটে ট্রেন-বাস সংঘর্ষে মেজবাহ উদ্দিন (৬৫) নামে আরও এক বাস যাত্রীর মৃত্যু হয়েছে ঢামেকে। এই নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনের দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত দুইজন।
আজ সোমবার (২৭ ডিসেম্বর) ঢামেকের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাতটার দিকে মারা যান মেজবাহউদ্দিন।
রোববার রাত পৌনে ১১টায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসেন তার ছেলে শাহরিয়ার মাহমুদ শিশির। তিনি জানান, আমার বাবা মেজবাউদ্দীনের (৬৫) দুর্ঘটনার সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল থেকে সরাসরি পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। বাবার পেটে গুরুতর জখম হওয়ায় পঙ্গু হাসপাতালের চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন।
তিনি আরো জানান, আমার বাবা নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন। ছুটি শেষে আনন্দ পরিবহনে বাসায় ফিরছিলেন। নারায়ণগঞ্জে রেললাইনে সংঘর্ষে গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত ঐখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাই।
আমার বাবার পেটে ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর জখম থাকায় পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ ডিসেম্বর) ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মারা যান।
এর আগে রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের এক নম্বর রেলগেট এলাকায় আনন্দ পরিবহনের একটি বাসে সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। আহত হন শিশুসহ আরও আটজন।
আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে রোববার রাত সাড়ে ৮টার দিকে সাত বছরের ওই শিশুর মৃত্যু হয়।