কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত- ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পিএম, ২২ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৩২ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
গাজীপুরের কাপাসিয়া–কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাস এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও চারজন গুরুতর আহত হয়েছেন।
উপজেলার আমরাইদ বাজারের উত্তর পাশে বারিষাব ইউনিয়নের নরসিংপুর এলাকায় গতকাল মঙ্গলবার সকাল ৭ টায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ঘটনাস্থলে লালমনিরহাটের নুরুল ইসলামের পুত্র এহসানুল হক (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে গাজীপুর সদর হাসপাতালে পাঠান।
অহত ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের গিয়াস উদ্দিনের পুত্র বকুল মিয়া (৩৫) এবং তার শিশু পুত্র তুহিন (১১) ও নাদিম (৮), সুনামগঞ্জের রঞ্জিত দাশের পুত্র সুব্রত দাশ (১৬)। গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ঢাকা মুখি জলসিড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোরগঞ্জ মুখি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা পাঁচজন যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর চারজনকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে পাঠায় স্থানীয়রা। মেডিকেলে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে বলে সংবাদ আসে বলে স্থানীয় লোকজন জানান।
এসআই আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে লালমনিরহাটের নূরুল ইসলামের ছেলে এহসানুল হক (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।