নীলফামারীতে বিজিবি সদস্য মৃত্যুর ঘটনায় প্রধান আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৬ পিএম, ১৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৩৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিবার্চনী সহিংসতায় বিজিবি সদ্যস্য রুবেল নিহত হওয়ার প্রধান আসামী মারুফ হোসেন অন্তিককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) রাতে আশুলিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ টাইম নামে ফেসবুক আইডিতে র্যাবের লাইফ ব্রিফিংয়ে এ তথ্য জানা গেছে।
২৮ নভেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে নিবার্চন অনুষ্টিত হয়। সন্ধ্যায় ভোট গণনার সময় গাড়াগ্রাম পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাঙ্গল প্রতীক সর্মথকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাঁধে। এসময় বিজিবি সদস্য রুবেল ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ২৯ নভেম্বর মারুফ হোসেন অন্তিককে প্রধান আসামী করে ৯৫জনের বিরোদ্ধে বিভিন্ন অভিযোগে একটি মামলা করে প্রিজাডিং অফিসার ললিত চন্দ্র রায়।
এ মামলায় পলাতক প্রধান আসামী মারুফ হোসেন অন্তিককে র্যাব-৪ এর একটি দল সোমবার রাতে আশুলিয়ার একটি বাড়ী থেকে গ্রেপ্তার করে।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল গ্রেপ্তারের বিষয় স্বীকার করে বলেন ওই মালায় এর আগে ২০ জন আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ জন জামিনে ছাড়া পেয়েছে।