ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ জন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ পিএম, ৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:১৮ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছেন ১০ জন নারী পুরুষ। তারা সবাই বাংলাদেশী বলে বিজিবি সুত্রে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর জানান।
ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়া গ্রাম থেকে তিন জন পুরুষ, তিন জন নারী ও চার জন শিশুকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে শওকত আলি শেখ (৫০), স্ত্রী জামিলা বেগম (৩৫), মেয়ে বৈশাখী শেখ, একই জেলার লোহাগাড়া থানার সাড়ল গ্রামের পিতাঃ মৃত ধলামিয়া শেখের ছেলে মোঃ সোলায়মান শেখ (৬০), একই জেলার কালিয়া থানার বড়কালিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে মোঃ হেলাল বিশ্বাস (২৫), একই থানার কোলাবাড়ীয়া গ্রামের মৃত হরুন মৃধার স্ত্রী ফাতেমা খাতুন (৫০), মির্জাপুর গ্রামের পারভেজ মৃধার স্ত্রী সায়না খানম (২৭) সাথে তার শিশু সন্তান আহাদ মৃধা (০৭), হাবীব মৃধা (০৬) ও সিয়াম মৃধা (০৮ মাস)।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।