চট্টগ্রামে বাস-ট্রেন-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০১:৫৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রামে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা লেভেল ক্রসিংয়ে এ দুঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মনির হোসেন (৪০) চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল। আর অন্যজনের নাম- বাহাউদ্দিন আহমেদ (৩০)। তার বাড়ি পাঁচলাইশে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। নিহতদের মধ্যে মনিরকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান বাহাউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির হোসেন সড়কের ওই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার সময় দুই দিকের রেল গেট আটকানো হয়েছিল। তার মধ্যেই একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেললাইন অতিক্রম করতে চেয়েছিল। ওই সময় একটি বাসও তড়িঘড়ি পার হওয়ার জন্য অটোরিকশাটির পিছনে ছিল। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি রেললাইনে গিয়ে পড়ে। তখনই ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়।
এদিকে, এই দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেল স্টেশন ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী।