রাজহাঁস নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত এক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ২০ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:০৯ পিএম, ৩ নভেম্বর,রবিবার,২০২৪
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তিপুর গ্রামে রাজহাস মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজ হোসেন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নাটিমা ইউনিয়নের নস্তিপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।
নস্তিপুর গ্রামের ইউপি সদস্য বশির উদ্দিন জানান, নিহত মফিজ মোল্লার প্রতিবেশী কামালের রাজহাস মারাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যায় মফিজ ও কামালের পরিবারের মধ্যে মাঝে ঝগড়া হয়।
এসময় মফিজ সেখানে গিয়ে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। ঠেকাতে গেলে মফিজের ভাই লাবুকেও মারধর করে তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজের শারিরীক অবস্থার অবনতি হলে যশোর রেফার্ড করা হয়। যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আজ শনিবার তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। নিহতের লাশ এখনও এলাকায় পৌঁছায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।