লক্ষ্মীপুরে উন্নয়নের নামে ২শ বছরের ঐতিহ্যবাহী শহর ভাঙার পাঁয়তারা করছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪০ এএম, ১৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:১৫ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
লক্ষ্মীপুরে উন্নয়নের নামে ২শ বছরের ঐতিহ্যবাহী উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত বাজার ভাঙ্গার পাঁয়তারা করছে সরকার। জমি অধিগ্রহণের ক্ষেত্রে নকশা বাতিলের দাবি করে রাস্তার দুই পাশ সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুর বণিক সমিতির সদস্যরা।
আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের চকবাজারে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় ব্যবসায়ীরা বলেন, লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী হতে বাজার হয়ে দক্ষিণ তেমুহনী পর্যন্ত সংযোগ সড়ক প্রকল্পের নামে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে জমি অধিগৃহীত হচ্ছে। বর্তমান নকশা বাতিল করে রাস্তার দুই পাশ সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান তারা।
এ সময় বক্তারা অভিযোগ করে আরও বলেন, বাজার সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নে পৌরসভা থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত সড়কের পূর্ব পাশে যেখানে ২২ ফুট অধিগ্রহণ করা হয়েছে। সেখানে পশ্চিম পাশে মাত্র ২ ফিট অধিগ্রহণ করা হয়। এতে ১৭৭ জন ব্যবসায়ী ও ভূমির মালিকের অপূরণীয় ক্ষতি হবে। ব্যবসায়ীদের স্বার্থে বণিক সমিতির সাথে সমন্বয় করে দুই পাশে সমানতালে অধিগ্রহণের দাবি তাদের।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ উল্যাহ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ফারুক হোসেন প্রমুখ। এ সময় বাজারের ব্যবসায়ীরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।