ঝালকাঠিতে জাহাজে বিস্ফোরণের পর আগুন, নিহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫২ পিএম, ১২ নভেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:০১ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ঝালকাঠির সুগন্ধা নদীতে পদ্মা কোম্পানির ডিজেল বোঝাই সাগর নন্দিনী-৩ নামে একটি জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগে ২ জন মারা গেছেন।
আজ শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে জাহাজের ইঞ্জিন রুমের ভিতরে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজনের মধ্যে রিপন চট্টগ্রামের বাসিন্দা। আর কামরুলের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। এ ঘটনায় দগ্ধ ১০ আরও জন ঢাকায় পাঠানো হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম জাহাজ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, সুগন্ধা নদীর দক্ষিণ পারে জাহাজটি নোঙর করে রাখা ছিল। শুক্রবার সকাল ৮টার দিকে জাহাজের ইঞ্জিন রুমের রক্ষণাবেক্ষণ কাজ করার সময় গ্যাসের সৃষ্টি হয়। পরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন লেগে যায়।
ঝালকাঠি পদ্মা কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মো. আকতার আলী জানান, শুক্রবার চট্টগ্রাম থেকে জাহাজটি ঝালকাঠি আসে। জাহাজ থেকে ২ লাখ লিটার পেট্রোল ডিপোতে নামানো হয়েছে। বাকি ডিজেল ডিপোতে নামানোর অপেক্ষায় ছিল। এরই মধ্যে হঠাৎ আগুন লেগে যায়। জাহাজ মালিককে খবর দেওয়া হয়েছে।