ত্রিশালে ট্রাক-অটোরিকসা সংর্ঘষে নিহত বেড়ে ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১ পিএম, ১০ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৩১ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক অটোরিকসা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। এ ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন- অটোরিকসা চালক বীর রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাবুপুর গ্রামের হাজী মো: কলিম উদ্দিন (৮৫), স্থানীয় জহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের পুত্র সোহরাব উদ্দিন (৫০) ও বাগান গ্রামের আ: কদ্দুসের পুত্র সালাম নবী (৩৫)।
আজ বুধবার সকাল ৯ টার দিগ্ধকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল সিএনজিটি। এ সভয় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে রামপুর সড়কে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মিনা বেগম, সালাম নবী ও সোহরাব উদ্দিন মারা যায়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।