আশুলিয়ায় স্ত্রী-সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৬ পিএম, ৭ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৭:১৭ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রোজিনা আক্তার ও ৯ বছরের মেয়ে সুমাইয়া আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা করেছে অটোরিকশা চালক স্বামী। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গতকাল শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ফজর আলীর মালিকানাধীন বাড়ির একটি কক্ষে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাগি থানার চর গরুক মন্ডল গ্রামের সবুর আলী (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (০৯)।
রোজিনা ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেডলার পোশাক কারখানায় চাকরি করতেন এবং শিশু সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করতো। থানা পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে জামগড়ার রূপায়ন মাঠ এলাকার ফজর আলীর বাড়ি থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন সবুর মিয়া।
আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানান, প্রাথমিক সুরহাতালে ধারণা করা হচ্ছে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী। ঘটনাটি একদিন আগে হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা বলা সম্ভব হচ্ছে না। তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলে ও আরও তদন্তের পর জানা যাবে।