পানি ভেবে মদ দিয়ে আহত রোগীর চেতনা ফেরানোর চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০২ পিএম, ৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৫০ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
পানি ভেবে মদ মাথায় ঢেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চেতনা হারিয়ে ফেলা দুই যুবকের চেতনা ফেরানোর চেষ্টা করা হয়েছে।
গতকাল বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার বটতৈল পোড়াদহ আঞ্চলিক সড়কের খাজানগর শিশুতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া বটতৈল পোড়াদহ সড়কের খাজানগর শিশুতলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির মোটরসাইকেল ছিটকে সড়কের ওপর আছড়ে পড়ে। এই ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দুই যুবক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্থানীয়রা এসে তাঁদের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। একপর্যায়ে তারা ওই মোটরসাইকেলের হাতলে বাধানো পানির বোতল নিয়ে তাঁদের (আহতদের) মাথায় ঢালতে শুরু করেন। এ সময় মদের গন্ধ ছড়িয়ে পড়ে।
মোসলেম নামের এক ভ্যানচালক বলেন, আমরা আহত দুজনের জ্ঞান ফেরানোর জন্য তাঁদের সাথে থাকা পানির বোতল থেকে আহতের মাথায় পানি ঢালার পর একটা গন্ধ পাই। তখন বুঝতে পারি বোতলে ওগুলো পানি ছিল না, ছিল বোতল ভর্তি মদ। পরে আহতদের সেখান থেকে অটোরিকশা যোগে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত নজরুল ইসলাম জানান, আহত তিনজনের নাম নয়ন (১৭) আইয়ুব (১৭) এবং জীবন (১৮)। বাড়ি পোড়াদহ। এরা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে জরুরি বিভাগে আসে। তাদের জখম তেমন গুরুতর না হওয়ায় দ্রুত চিকিৎসা নিয়ে সটকে পড়ে।
এ ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে নম্বরবিহীন ওই মোটরসাইকেলটি স্থানীয় পুলিশ ফাড়ি জগতি পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আইসি মেহেদী হাসান।