কুমিল্লায় সড়ক দুর্ঘটনা স্বামী-স্ত্রীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৮ পিএম, ২ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৩২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুই বাসের ধাক্কায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় অটোরিকশাচালক আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসর বিহড়া ব্রিজ থেকে ২০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার সাইকচাই গ্রামের দেলোয়ার ইঞ্জিনিয়ারিং বাড়ির মো. রহুল আমীন (৬০) এবং তার স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও একই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ছাত্রী সায়েম আক্তার (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হিমাচল ও একুশে নামে দুই যাত্রীবাহী বাস নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ১০টার দিকে বিপুলাসর বিহড়া ব্রিজ থেকে ২০০ গজ দক্ষিণে বাসগুলো একে অপরের অভারটেক করছিল।
এসময় সামনে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা বাসের চাকায় দুমরে-মুচরে যায়। এতে ঘটনাস্থলে তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন চালক। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর ইকবাল বলেন, ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। একটি বাস আটক করা হয়েছে। নিহতদের উদ্ধার করে লালমাই হাইওয়ে থানায় নেয়া হয়েছে।