ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ২৫ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৫৭ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নিষেধাজ্ঞার ২২ দিন পর লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তাই জাল ও নৌকাসহ সব ধরনের কাজ সেরে নিতে মাছঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন তারা। এবার নদীতে সফল অভিযান হয়েছে বলে দাবি করেন মৎস্য ব্যবাসায়ী ও জেলেরা।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনাল এলাকার ১শ’ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রম ঘোষিত এলাকায় ৪ঠা অক্টোবর মধ্য রাত থেকে ২৫শে অক্টোবর মধ্য রাত পর্যন্ত ২২ দিন ইলিশসহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল।
এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ বন্ধ রয়েছে। আর নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা উঠে যাবে ২৫ অক্টোবর মধ্যরাতে। তাই মাছঘাটগুলোতে জেলেরা মাছ ধরার ইঞ্জিন চালিত ট্রলার ও ছোট নৌকা এবং জালসহ আনুষঙ্গিক কাজ সেরে নিতে চান।
এই কারণে যে যার মত করে সব ঠিকঠাক করে নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফলে জেলেরা নদীরপাড় ও মাছঘাট গুলোতে ব্যস্ত সময় পার করছেন। এই জেলায় প্রায় ৫২ হাজার জেলের মধ্যে ৪২ হাজার নিবন্ধিত জেলে রয়েছে।
সবাই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এ দিকে ২২দিনের নিষেধাজ্ঞার ২১দিনে ২৫৫টি অভিযানে পরিচালনা করে প্রায় সাড়ে তিন লাখ টন জাল জব্দ করা হয়। যার বাজার মূল্যে কোটি টাকারও বেশি। এছাড়া ১৭ জেলেকে জেল-জরিমানা করা হয়।