জমির সীমানায় সুপারি চারা রোপণ নিয়ে সংঘর্ষ, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ এএম, ২৩ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৯:১১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
লালমনিরহাটের পাটগ্রামে জমির সীমানায় সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শাহাজাহান আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গ্রেফতাররা হলো- রহমতপুরের বাসিন্দা আইযুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের ছেলে আমিনুর ইসলাম।
পুলিশ জানায়, রহমতপুরের সামসুদ্দিন মুন্সির ছেলে শাহাজাহান আলীর সঙ্গে বেশ কিছু দিন ধরে প্রতিবেশী মনতব আলীর ছেলের আইয়ুব আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জমির সীমানায় সুপারি গাছের চারা রোপণ করেন শাহাজাহান আলী। এ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় আইযুব আলী পক্ষের লোকজনের হামলায় শাহাজাহান আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।