ফুলবাড়ীতে থানা পুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলায় ০৫জন আসামী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৮ পিএম, ২২ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:০৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চেক জালিয়াতি ও মাদকের মামলার ০৫জন পলাতক আসামীকে আটক করেন।
গতকাল বৃহস্পতিবার রাত্রীতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীদেরকে আটক করেন। আসামীরা হলেন- চেক জালিয়াতির পলাতক আসামী ফুলবাড়ী উপজেলার শ্রী মিঠুন, পিতা মৃত- মহন, গ্রাম- উত্তর সুজাপুর, যাহার সিআর মামলা নং- ৯৮/২০২১ চেক-এন আই(এক), মোঃ আব্দুল জলিল বাবু মিয়া, পিতা- ওসমান আলী, সাং- জলেশ্বরী, মীরপুর,এস.টি নং- ২৪৫/২০১২, হাবিবুর রহমান, পিতা- জামাল মোল্লা, সাং- রামেশ্বরপুর, মামলা নং-১০১২/২০১৮, ইলিয়াস মার্ডী, পিতা-মঙ্গল মার্ডী, সাং- পারইউল মার্ডী, মাদক মামলা ১০২০/২০১৮ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা, নগেন মার্ডী, পিতা- রুবেল মার্ডী, পারইউল মিশন পাড়া, ১৯৯০ সালের মাদকদ্রব্য আইন ১০২০/২০১৮।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম জানান, দুইজন মাদক মামলা, দুইজন অন্যান্য মামলা ও একজনের বিরুদ্ধে চেকজালিয়াতির মামলা ছিল। এরা সবাই দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মামলায় হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সে কারনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।