অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবি, নিহত- ৪, নিখোঁজ অনেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৫ পিএম, ২৯ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:২৩ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে পদ্মা নদীতে নৌকাডুবে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চরপাকা এলাকায় এ ঘটনা ঘটে।
চরপাকা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক অবস্থায় আশপাশের নৌকার মাঝিরা উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধারকাজ চলমান রয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা উজ্জ্বল হক জানান, শ্যালোমেশিন চালিত একটি নৌকা ৪০-৫০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাঁকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে চারজনের মৃত্যু হয়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান তিনি। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।