শ্রীনগর-দোহার সড়কের নীচ থেকে ড্রেজারের পাইপ অপসারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৫ পিএম, ২৮ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৫৫ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শ্রীনগর-দোহার সড়কের নীচ থেকে ড্রেজারের পাইপ অপসারণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সড়ক বিভাগের উপস্থিতিতে উপজেলার কামারগাও আইডিয়াল স্কুলের সামেনে থেকে এই পাইপ অপসারণ করা হয়।
স্থানীয়রা জানায়, কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত শ্রীনগর-দোহার সড়কের নীচ দিয়ে সুরঙ্গ করে অনেকে অবৈধভাবে ড্রেজারের পাইপ নেওয়ার কারনে রাস্তাটি হুমকির মুখে পড়ে। সোমবার পাইপ অপসারণের সময় সড়ক বিভাগের শ্রীনগর উপ বিভাগীয় প্রকৌশলী সৈয়দ আলম ও উপ সহকারী প্রকৌশলী জাকির হোসেন উপস্থিত ছিলেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, রাস্তাটির ক্ষতির সম্ভাবনা থাকায় ইতিপূর্বেও শ্রীনগর-দোহার সড়কের নীচ থেকে ড্রেজারের পাইপ অপসারণ করা হয়। সোমবার কামারগাঁও আইডিয়াল স্কুলের সামনের রাস্তার নীচ থেকে পাইপ অপসারণ করা হয়েছে।
তিনি আরো জানান, সড়কের ক্ষতি রোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।