ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩১ পিএম, ২৩ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৫৫ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কুমড়াবাড়ীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ‘এসে দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগার’।
কুমড়াবাড়ীয় ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্বে করেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হাসান, বন কর্মকর্তা সিরাজুল ইসলাম ও উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ‘এসে দেশ গড়ি জহির রায়হান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জহির রায়হান।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সাখাওয়াত হোসেন। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে তালবীজ রোপনের উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মাঠ, নদীর ধারে ৪ হাজার তালবীজ রোপন করা হয়।