আদমদীঘিতে ৮ কেজি গাঁজা সহ গ্রেপ্তার- ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৪ পিএম, ২৩ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৪৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রীজ সংলগ্ন স্থানে যাত্রীবাহী একটি বাসে গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ বকুল ইসলাম বাদশা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি দল।
বগুড়া স্পেশাল কোম্পানী র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বলেন, ঢাকা-নওগাঁ গামী শ্যামলী এন আর পরিবহনে যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান নওগাঁয় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম বাজার ব্রীজ এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কের রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ চেক পোষ্ট স্থাপন করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের জহর আলীর ছেলে মাদক ব্যবসায়ী বকুল ইসলাম বাদশা(২৩)কে গ্রেফতার করা হয়।
এব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে।