পাজেরো থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৪ পিএম, ২২ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৩৪ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
ভৈরব র্যাব ক্যাম্প কর্তৃক একটি টয়োটা পাজেরো গাড়ি থেকে ৫ শত বোতল ফেনসিডিল সহ মোঃ দেলোয়ার হোসেন দুলাল (৫২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি -৩ ভৈরব ক্যাম্প সদসরা। আটককৃত দেলায়ার হোসেন দুলাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধিন দুর্গাপুর পশ্চিমপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে।
আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ছয়টার সময় আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয় বলে র্যাব সুত্র জানায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের সঙ্গিয় ফোর্স নিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তথ্যমতে একটি টয়োটা পাজেরো গাড়ি আটক করে। পরে গাড়ি তল্লাশি করে ৫ শত বোতল ফেনসিডিল উদ্ধারসহ গাড়ির চালককে আটক করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে পাজেরো গাড়িটিও জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ দেলোয়ার হোসেন দুলাল র্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।