সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৯ পিএম, ১৯ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০২:২৬ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সুনামগঞ্জে যাত্রীবাহী মিনি বাস খাদে পড়ে ৩০জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (১৯ সেপ্টেম্ভর) সকাল সাড়ে ১০টায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার দিরাই উপজেলা থেকে যাত্রী নিয়ে সিলেট যাওয়ার সময় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী-দেবগ্রাম এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগীতায় বাসের ভিতরে থাকা ৩০জন যাত্রী প্রাণের রক্ষা পেলেও তারা সবাই আহত হয়। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ও কৈতক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন সাংবাদিকদের বলেন, যাত্রীবাহী বাস খাদে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।