আদমদীঘিতে র্যাবের অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪১ পিএম, ১৯ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৮:১৫ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
র্যাব-৫ এর একটি দল গতকাল শনিবার রাত ৯ টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বটতলী নামক এলাকায় “আলেশা মার্ট” কোম্পানির একটি প্রাইভেট কার যাহার নং- (ঢাকা মেট্রো-গ ৩৭৫৫৪২) থেকে ১১ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সেই সাথে ১টি প্রাইভেট কার, ৮ টি মোবাইল ফোন, ১৬ টি সিম কার্ড, ১টি মেমোরি কার্ড, নগদ ১ হাজার টাকা ও ২টি ব্যাগ জব্দ করেছে।
র্যাব-৫ সিপিসি-৩ এর লেফটেনেন্ট কমান্ডার তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীদের একটি দল একটি প্রাইভেট কারে করে গাঁজা নিয়ে কুমিল্লা থেকে নওগাঁ যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ৯ টায় সময় সান্তাহার পৌর শহরের বটতলী এলাকায় একটি প্রাইভেট কার আটকিয়ে তল্লাশী চালানো হয়।
এ সময় কারে বিভিন্ন জায়গায় লুকানো অবস্থায় ১১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ কাজে জড়িত থাকার দায়ে অপরাধে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকার ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুমাইয়া আক্তার (২৭) সুমি বেগম (২৫), শুভ চৌধুরি (২২), আব্দুর রহিম (৩২) ও রুবেল হোসেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতেই আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের এসআই আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
আজ রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়।