ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনায় কাস্টম ইন্সেপেক্টর নিহত, আহত- ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৬ পিএম, ১৯ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০২:৫১ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
দিনাজপুরের ফুলবাড়ী রেলগুমটি এলাকায় মধ্যপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পাথর বোঝাই ট্রাকের চাপায় মটর সাইকেল আরহী হিলি স্থলবন্দরে কর্মকর্ত কাস্টম ইন্সেপেক্টর মোঃ সাহাদত হোসেন (৪৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) একই মটরসাইকেলে থাকা হিলি স্থলবন্দরে কর্মরত ইন্সেপেক্টর মোঃ আমিনুল ইসলাম(৫৫) ও সিপাহী হরিশ চন্দ্র রায়(৪০) আহত হন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, নিহত সাহাদত হোসেন একটি মটরসাইকেলে ৩জন মিলে হিলি থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিলে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় ফুলবাড়ী রেলগুমটি স্পিট ব্রেকারের কাছে মধ্যপাড়া থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ১০চাকা ট্রাকের চাকার নিচে পড়ে যান এবং ঘটনাস্থলে তিনি নিহত হন।
নিহত সাহাদতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৪ সালের সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ২১ তারিখ ঃ ১৯.০৯.২০২১ইং ।
এই ঘটনায় ঐ পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।