সড়কে নিহত ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ এএম, ১৩ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১০:১১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ভারী হচ্ছে। দেশের বিভন্ন এলাকায় গত শনিবার রাত হতে আজ রবিবার রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ঘন্টায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ জন, টাঙ্গাইলের সখীপুরে ২ জন, নওগাঁর ধামইরহাটে এক ব্যক্তি, সিরাজগঞ্জের সলঙ্গায় এবকজন নিহত হয়েছেন।
মাগুরা : মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। গতকাল রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, দুপুরে ঢাকা মেট্রো-ব ১৪১১৬৪ নম্বর যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা সাড়ে ৩টার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে ওপরে তোলে। এ সময় বাসের ভেতর ও তলে থেকে চাপা পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার হয়। যাদের মধ্যে দুইজন নারী ও দুজন পুরুষ। তবে এখনও তাদেরও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকল বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।
টাঙ্গাইল : সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন। নিহত আরাফাত একমি কোম্পানিতে এবং দেলোয়ার হোসেন গ্লুটেক কোম্পানিতে রিপ্রেজেনটেটিভ হিসেবে সখীপুর উপজেলায় দায়িত্বরত ছিলেন। নিহত আরাফাতের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলে করে কাজ শেষে সখীপুর ফিরছিলেন। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেল সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আরাফাত ও দেলোয়ার মারা যায়।
এদিকে ঘটনার পরপরই রাত সাড়ে ১১টার দিকে সখীপুর থানা-পুলিশ লাশ দু'টি উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলকে চাপা দেয়া সেই কাভার্ডভ্যান আটক করা হয়েছে।
নওগাঁ : নওগাঁর ধামইরহাটে যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৫৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আমিনুল ইসলাম উপজেলার বেলঘরিয়া নামক গ্রামের মৃত কমির উদ্দিন মন্ডলের বড় ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকারের বোনের ছেলে। এর আগে নিহত যুবলীগ নেতা পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট থেকে বিকেল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল যোগে ধামইরহাট ফিরছিলেন। পথে জেলার খঞ্জনপুর নামক স্থানে একটি গরুবোঝাই ভটভটির সাথে সামনা সামনি সংঘর্ষ বাধে। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল নেয়ার পথে তিনি মারা যান। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া।
সিরাজগঞ্জ : সলঙ্গায় অজ্ঞাত যানবহনের নিচে চাপা পড়ে প্রশান্ত চন্দ্র বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার মুক্তা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রশান্ত চন্দ্র বিশ্বাস জেলার তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া গ্রামের সূর্যকান্ত বিশ্বাসের ছেলে।
হাটিকমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, বিকালে নিহত প্রশান্ত মহাসড়ক পারাপারের সময় কোনো এক যানবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘনটাস্থলেই সে মারা যায়। মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে। থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।