সুনামগঞ্জে পারিবারিক কলহে গৃহবধুর আত্মহত্যা, লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৪ পিএম, ১২ সেপ্টেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০২:৫৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
মৃত গৃহবধুর নাম- তাহমিদা বেগম (২০)। সে জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ও নুর মোহাম্মদের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- যৌতুকসহ নানান বিষয়াদি নিয়ে গৃহবধু তাহমিদা বেগমের সাথে স্বামী হাবিবুর রহমান ও তার পরিবারের অন্যান্যও সদস্যদের বনিবনা না হওয়ার কারণে পরিবারে দীর্ঘদিন যাবত অশান্তি লেগেছিল। এসব বিষয় নিয়ে গৃহবধু তাহমিদাকে অনেক কটুকথা শুনতে হতো। মাঝে মধ্যে শারিরীক ভাবে নির্যাতন ও করা হতো।
এমতাবস্থায় প্রতিদিনে মতো গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তারই জের ধরে রাত অনুমান ১২টায় গৃহবধু তাহমিদা বেগম নিজ বসতঘরের ধরনা মাঝে গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন। পরে এঘটনাটি থানায় অবগত না করে স্থানীয় লোকজনকে নিয়ে সমাধান করার চেষ্টা করে ওই গৃহবধুর স্বামী হাবিবুর রহমান ও তার পরিবার।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে মৃত গৃহবধু তাহমিদা বাবা নুর মোহাম্মদ ঘটনাস্থলে আসে এবং তার মেয়ের মৃত্যুর খবর থানায় জানায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গৃহবধু তাহমিদার লাশ উদ্ধার করে।
এব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের বলেন, গৃহবধু তাহমিদা বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনার প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এঘটনার আসল রহস্য জানা যাবে। এব্যাপারে তদন্ত চলছে।