ব্যারিস্টার রফিক ফাউন্ডেশনের করোনা হেল্প সেন্টার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৩ পিএম, ১১ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:১৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. শাহিদা রফিক।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক উপাধ্যক্ষ সফিকুল ইসলামের সভাপতিত্বে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক মোখছেদুর রহমান আবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জাহের মুন্সী, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কামরুল হাসান ক্যানাল, বশির উদ্দিন মোল্লা, শাহনেওয়াজ মিয়া, জালাল উদ্দিন ফকির বাবুল, খন্দকার আরিফ সিদ্দিকী, এনামুল আলম, সুলতান আহাম্মদ মেম্বার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শ্রীকাইল কলেজের সাবেক ভিপি সাইদ শাহ, যুবদল নেতা জহিরুল ইসলাম সিদ্দিকী, বদিউল আলম চৌধুরী, আবুল হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নাছির, স্বেচ্ছাসেবকদল নেতা নাছির উদ্দিন রাজু, মাহবুব হাসান মাল, বাদল আহাম্মদ দিপু, বায়েজিদ, ছাত্রনেতা ইউসুফ মুন্সী ও আতিকুর রহমান রুবেলসহ মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা বাজার থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।