সুনামগঞ্জে গাঁজা ও মাইক্রোবাসসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৩ পিএম, ১১ সেপ্টেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১০:৩৩ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪
সুনামগঞ্জে অভিযান চালিয়ে গাঁজার চালান ও মাইক্রোবাসসহ ৩জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ শনিবার (১১ সেপ্টেম্ভর) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি গ্রামের মৃত ইজ্জত মিয়া বাদশার ছেলে আতিকুর রহমান আতিক (৪৭), একই গ্রামের মৃত মঙ্গল হোসেনের ছেলে সুমন আহমদ (২৫), একই জেলার গোপালগঞ্জ উপজেলার রফিপুর দক্ষিণ মাইজবাগ গ্রামের মোস্তাকিন আলীর ছেলে আলিম উদ্দিন (২৬)।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্ভর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তি র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার সিঞ্চন আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে জেলার ছাতক উপজেলার জালালপুর পয়েন্ট থেকে ১টি মাক্রোবাসসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, সুমন আহমদ ও আলিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের মাইক্রোবাস ও শরীর তল্লাশী করে ৩৩কেজি ওজনের একাধিক গাঁজার প্যাকেট, ৪টি মোবাইল ফোন ও ৬টি সীমকার্ডসহ নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীকে রাতেই ছাতক থানায় হস্তান্তর করা হয়।
এঘটনার প্রেক্ষিতে র্যাব বাদী হয়ে ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনি ১৯(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।