সুনামগঞ্জে পৃথক দূর্ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৩ পিএম, ১০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:২২ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সুনামগঞ্জে পৃথক দূর্ঘটনায় ২জনের মর্মান্তিক মুত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্ভর) রাত ১২টায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে বলে জানা গেছে।
মৃত ব্যক্তিরা হলেন- জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর-বাগগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে অটোরিক্সা চালক ফরশ আলী (২২) ও ঢাকা মিরপুর কাজীপাড়া এলাকার ফরহাদ আহমেদের ছেলে ও রাগীব মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স টেকনোলজির ২য় বর্ষের ছাত্র সায়েম আহমদ (২২)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্ভর) সন্ধ্যায় অটোরিক্সায় ২জন যাত্রী নিয়ে চালক ফরশ আলী শক্তিয়ারখলা বাজার থেকে বিশ্বম্ভরপুর যাওয়ার সময় সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বাঘমারা এলাকার সেতুর কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানি পড়ে যায়। ওই সময় অটোরিক্সায় থাকা ২যাত্রী কোন রকম জীবন রক্ষা করে তীরে পৌছতে পারলেও চালক ফরশ আলী পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
এই ঘটনার খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের টিম এসে খালের পানি থেকে চালক ফরশ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
অপরদিকে ঢাকা থেকে বন্ধুদের সাথে বেড়াতে এসে বিকেলে তাহিরপুর উপজেলার পর্যটন কেন্দ্র টেকেরঘাটের শহীদ সিরাজী লেকের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায় ছাত্র সায়েম আহমদ। পরে এলাকাবাসীর সহযোগীতায় ওই ছাত্রকে লেকের পানি থেকে উদ্ধার করে সন্ধ্যা ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে রাত ১২টায় পরিবারের কাছে পাঠায়।
এরআগেও শহীদ সিরাজী লেকের পানিতে ডুবে একাধিক পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন ও তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের পৃথক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।