বাবা-মায়ের পারিবারিক কলহে দুই বোনের বিষপান, বড় বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৯ পিএম, ১০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:০৬ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বাবা কামাল জোমাদ্দার ও মা সাহেরা বেগমের পারিবারিক কলহের কারনে দুই কন্যা মহিমা আক্তার (১৩) ও সুমাইয়া (৭) বিষপান করেছে। বড় কন্যা মহিলা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ছোট কন্যা সুমাইয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে সোমবার সন্ধ্যায়।
স্থানীয় সুত্রে জানাগেছে, ২০০০ সালে উপজেলার পুজাখোলা গ্রামের কালাই জোমাদ্দারের ছেলে কামাল জোমাদ্দারের সাথে একই গ্রামের আকব্বর মৃধার মেয়ে সাহেরা বেগমের বিয়ে হয়। ওই দম্পতির এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। গত এক বছর পুর্বে স্বামী ও স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। তাদের দাম্পত্য কলহ চরম আকার ধারন করে। গত তিন মাস পুর্বে স্ত্রী সাহেরা বেগমকে স্বামী কামাল বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়।
এ নিয়ে ইউনিয়ন পরিষদে শালিস বৈঠক হয় কিন্তু তাদের দ্বন্দ্ব নিরসন করতে পারেনি স্থানীয়রা। বাবা ও মায়ের এমন দ্বন্দ্বের জের ধরে ওই দম্পতির দুই মেয়ে মহিমা ও সুমাইয়া সোমবার বিকেলে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় বলে জানান স্থানীয়। ওই সময় বাবা কামাল জোমাদ্দার ও ভাই জাহিদুল কৃষি কাজে মাঠে ছিল। ওইদিন সন্ধ্যায় তারা ঘরে ফিরে দুই বোনকে বমি করতে দেখেন। তাৎক্ষনিক দুই বোনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে বড় বোন মহিলা মৃত্যুবরণ করেন এবং ছোট বোন সুমাইয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই হাসপাতালে ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে মহিলার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বাবা ও মায়ের দ্বন্দ্বের জেরেই দুই অবুঝ শিশু বিষপান করেছে। এর মধ্যে বড় বোন মারা গেছে। এ ঘটনায় প্রশাসনের কাছে বাবা ও মায়ের উপযুক্ত শাস্তির দাবী জানান তারা।
কামাল জোমাদ্দারের চাচা ছালাম জোমাদ্দার বলেন, মহিমার বাবা ও মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। ওই কলহের কারনে মা সাহেরা বেগম গত তিন মাস ধরে বাবার বাড়ীতে অবস্থান করছেন। সম্ভবত বাবা মায়ের কলহের জের ধরেই সোমবার সন্ধ্যায় দুই কোন বিষপান করেছে। এর মধ্যে বড় বোন বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং ছোট বোন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
নিহত মহিমার নানা শহীদ মৃধা বলেন, জামাতা কামাল জোমাদ্দার আমার ভাইয়ের কাছে যৌতুক দাবী করে আসছে। ওই টাকা না দেয়ায় গত তিন মাস পুর্বে আমার ভাতিজিকে মারধর করে বাবার বাড়ীতে তুলে দিয়ে যায়। বাবার এমন কাজের প্রতিবাদ করে বড় মেয়ে মহিমা। এতে ক্ষিপ্ত হয়ে বাবা কামাল জোমাদ্দার মেয়ে মহিমাকে প্রায়ই মারধর করতো। বাবার মারধর সহ্য করতে না পেরে মেয়ে মহিমা ও সুমাইয়া বিষপান করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।