নাঙ্গলকোটে কলেজ অধ্যক্ষর উপর শিক্ষার্থীদের হামলা আহত-২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৮ পিএম, ৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:৪৪ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুমিল্লার নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপর শিক্ষার্থী কর্তৃক হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অধ্যক্ষ ও যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক আনিসুর রহমান আহত হয়।
আজ বুধবার উপজেলার চিওড়া দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। অধ্যক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন থেকে ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থী বেতন ও ফরম ফিলাপের ফি কমানোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। পরে তাদের দাবীর বিষয়ে কলেজের ম্যানিজিং কমিটি জরুরী বৈঠক বসে এক বছরের বেতন মওকুপ করেন। এর পরেও ছাত্ররা খুশি হতে পারিনি। ওই ঘটনার জের ধরে বুধবার দুপুরে কলেজের কাজ শেষে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম অন্য একজন শিক্ষকসহ ফেনীর উদ্দেশ্য সিএনজি চালিত অটোরিকশা যোগে রওয়ানা হন। তাদের বহনকারী সিএনজি চালিত অটো রিক্সাটি চিওড়া দীঘির কাছে পৌঁছলে কলেজের শিক্ষার্থী কাজী মুসার নেতৃত্বে ৭-৮ জন শিক্ষার্থী তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিক্সাটির গতিরোধ করে হকিস্টিক, লাঠিসোটা দিয়ে অধ্যক্ষকে এলোপাতাড়ি পিঠিয়ে জখম করে। অপর শিক্ষক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রক্ষা পাইনি তাদের কাছ থেকে। ওই শিক্ষককেও পিঠিয়ে আহত করে। পরে কলেজের অন্য শিক্ষকরা অধ্যক্ষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এখনও মামলা হয়নি।
আহত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মত কলেজ শেষে করে বাড়ী যাওয়ার পথে ভাইস চেয়ারম্যানের ইন্ধনে এইচএসসি পরীক্ষার্থী মুসার নেতৃত্বে আমার উপর হামলা হয়।
এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আক্রোশমূলক বক্তব্য প্রদান করা হয়েছে। আমি কিছুই জানি না।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লামইয়া সাইফুল বলেন, অধ্যক্ষর উপর হামলার ঘটনা দু:খ জনক। অধ্যক্ষকে বলেছি মামলা করার জন্য। বিষয়টি ডিসি মহোদয়কে জানিয়েছি।