ঝিনাইদহে সাংবাদিকের বাড়ি ভাংচুর কিশোর সন্তানকে হাতুড়িপেটা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ পিএম, ৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৩৫ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
দৈনিক ভোরের পাতা পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এনামুল হক দিপুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও তার ছেলেকে মারধর করার অভিযোগে মামলা হয়েছে।
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এনামুল হক দিপুর শ্যালক এম এ জুবায়ের বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। যার নং ৯/৩৯৪।
মামলায় ৬ জনের নাম উল্লেখসহ আরো ৮/১০ জন অজ্ঞাতনামা আসামী রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের তিন নং পানির ট্যংকিপাড়ায় সাংবাদিক এনামুল হকের বাড়িতে বেআইনী ভাবে প্রবেশ করে ভাংচুর করে আসামীরা।
এ সময় সাংবাদিকের কিশোর সন্তানকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকরা নিজ নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করেছেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, মামলা রেকর্ড হওয়ার পর আসামীদের গ্রেফতাদের চেষ্টা করা হচ্ছে।