আগৈলঝাড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৪ এএম, ৩ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:১৬ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বরিশালের আগৈলঝাড়ায় মৃত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার ভোরে উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় গ্রামের মৃত লাল মোহন রায়ের (গ্রাম পুলিশ) ছেলে স্বরজিত রায় (৪০) জমিতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে পড়ে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে। সে দুই সন্তানের জনক ছিল।
স্বরজিত রায়ের ভাই সমর রায় জানান, আমার বড় ভাই প্রতিদিনের ন্যায় মাছ ধরতে নৌকা নিয়ে জমিতে গিয়েছিল। পাশের বাড়ির ভ্যান চালক জাকির বক্তিয়ার তাকে জমির মধ্যে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা স্বরজিত রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস তাকে মৃত ঘোষনা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস জানান, ওই রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। কি কারনে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে।
পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে উপপরিদর্শক মনিরুজ্জামান স্বরজিত রায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।